আমাজনে চাকরি পেলেন কুবি শিক্ষার্থী যাদব

আপডেট: December 4, 2023 |
inbound5502247627113321423
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ই-কমার্স কোম্পানি আমাজনে চাকরি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের যাদব সূত্রধর।

সোমবার (৪ ডিসেম্বর) মুঠোফোনে চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

যাদব সূত্রধর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে অবস্থিত আমাজনের হেড কোয়ার্টারে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছেন।

চাকরির পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের মাহারিসি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত।

এর আগে তিনি বাংলাদেশের একটি কোম্পানিতে সফটওয়্যার ইজ্ঞিনিয়ার হিসেবে কাজ করেছেন।

আমাজনে চাকরির বিষয়ে জানতে চাইলে যাদব সূত্রধর বলেন, ‘সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমাজনে নিয়োগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

আমাজনের নির্বাচন প্রক্রিয়া কঠিন ছিল, তবে সফলভাবে নির্বাচিত হয়েছি। যা আমার অবিরাম শেখার যাত্রায় আমার আত্নবিশ্বাস সৃষ্টি করেছে।

আমেরিকায় আসার পর থেকেই আমার অামাজনের প্রতি একটি অন্যরকম অনুভূতি ছিল লিডারশিপ এবং মাল্টি-কালচারাল পরিবেশের জন্য।’

তিনি আরও বলেন, ‘একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা আমাজনে চাকরি পেতে সহায়তা করেছে।

আজকের এ পর্যায়ে আসতে পেরে আমার মেন্টর, সহযোগী এবং শিক্ষামূলক পৃষ্ঠভূমির প্রতি অসীম কৃতজ্ঞ।’

শিক্ষার্থীর সাফল্যে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. সাইফুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের এরকম সাফল্য প্রতিটি শিক্ষকের নিকট সবচেয়ে বড় পাওয়া এবং আনন্দের।

শিক্ষকদের সঠিক পাঠদান ও গাইডলাইনে এ অর্জন সম্ভব। সারাবিশ্বে মেধার দক্ষতা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরছে আমাদের শিক্ষার্থীরা।’

Share Now

এই বিভাগের আরও খবর