প্রধানমন্ত্রী আজ বরিশাল যাচ্ছেন

আপডেট: December 29, 2023 |
inbound4930755717237924939
print news

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশাল যাচ্ছেন।

বিকেলে নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে ভাষণ দেবেন তিনি। এ সফরকে কেন্দ্র করে উজ্জীবিত দলের নেতা-কর্মীরা।

সকাল ৯টায় বিমানে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

ভোটের প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর তিনি বরিশাল যাচ্ছেন। তার সফরকে কেন্দ্র করে জেলার পাশাপাশি গোটা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে।

শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সবশেষ বরিশাল সফরে গিয়েছিলেন তিনি।

স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

বরিশাল থেকে বিকেলে নিজ নির্বাচনী আসন গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। শনিবার সেখানে নির্বাচনী জনসভায় ভাষন দিবেন। এরপর সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।

Share Now

এই বিভাগের আরও খবর