জয়পুরহাটে সনাতন শিক্ষার্থীদের বই উৎসব অনুষ্ঠিত

আপডেট: January 1, 2024 |
inbound3586819553544929421
print news

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: সারা দেশের ন্যায় বছরের প্রথম দিন জয়পুরহাটে সনাতন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) জয়পুরহাট কেন্দ্রিয় শিব মন্দির (হরিবাসার) প্রাঙ্গণে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়), জয়পুরহাট জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন, জয়পুরহাট মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সরকারী প্রকল্প পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াস সদস্য এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জয়পুরহাট জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট সমাজকর্মী নন্দলাল পার্শী, সহকারী শিক্ষা অফিসার (অব:) যতন কুমার দেবনাথ, কেন্দ্রীয় শিব মন্দির (হরিবাসর)এর সহ-সভাপতি ডা. রামকমল সাহা, কেন্দ্রীয় শিব মন্দির (হরিবাসর) সদস্য বলাই চন্দ্র বিশ্বাস, জয়পুরহাট কেন্দ্রিয় শিব মন্দির (হরিবাসার) প্রাক-প্রাথমিক কেন্দ্রের শিক্ষিকা কাকলী রানী পালসহ শিক্ষক, অভিবাবক, ছাত্র/ছাত্রী।

জয়পুরহাট জেলায় প্রাক-প্রাথমিক ৩৬টি, ধর্মীয় শিক্ষা শিশু ৭টি ও ধর্মীয় শিক্ষা বয়স্ক ১০টি মোট ৫৩টি কেন্দ্রের ১হাজার ৫শত ৯০টি সনাতন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর