আর্ন্তজাতিক পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাক ইউনিভার্সিটির জাতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত

আপডেট: June 5, 2024 |
boishakhinews
print news

ফারজানা শারমিন : আর্ন্তজাতিক পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে ব্র্যাক ইউনিভার্সিটির আওতাধীন সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর ) এক জাতীয় সিম্পোজিয়ামের আয়োজন করেছে।

আজ ( ৫্ই জুন ২০২৪) বুধবার ব্র্যাক ইউনিভার্সিটির এক্সিবিশন গ্যালারীতে পরিবেশ বিষয়ক এই জাতীয় সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এই বছর পরিবেশ বিষয়ক জাতীয় সিম্পোজিয়ামের মুল প্রতিপাদ্য থিম ছিল -” সবুজময় ভবিষ্যতের দিকে তরুণদের কর্মে নিযুক্তি ।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মিঃ আসিফ সালেহ, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক আনিসুল হক , মো: লিয়াকত আলী পিএইচডি, ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম (সিসিপি), আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) এন্ড ডিজাষ্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম (ডিআরএমপি) ব্র্যাক, ডা. এ আতিক রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির এডভাইজার পুল ফ্যাকাল্টির সদস্য , মুহাম্মদ মুকিত মজুমদার বাবু ,ডিরেক্টর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ পরিবেশ বিষয়ক অন্যান্য বিশেষজ্ঞগণ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, ছাত্রছাত্রী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

ব্র্যাক ইউনিভার্সিটির এডভাইজার পুল ফ্যাকাল্টির সদস্য ডা. এ আতিক রহমান বলেন -ব্র্যাক ইউনিভার্সিটি সব সময় দূষণমুক্ত সুন্দর সবুজ পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। এ কারনে ব্র্যাক ইউনিভার্সিটির ডেকোরেশনে সবুজ গাছপালা লতাপাতা গুল্ম উদ্ভিদ দিয়ে সাজানো হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে সবুজ বৃক্ষরোপন , পরিচর্যার মাধ্যমে সুন্দর সবুজ বাগান তৈরি করা হয়েছে।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ডিরেক্টর মুহাম্মদ মুকিত মজুমদার বাবু বলেন – পরিবেশ প্রকৃতি ভাল না থাকলে আমরা ভাল থাকবনা । বর্তমানে পৃথিবীর এবং বাংলাদেশের উত্তাপ কেন দিন কে দিন বেড়ে যাচ্ছে তা কি আমরা অনুধাবন করতে পারছি। বর্তমানে আমরা প্রকৃতিকে সবুজ ও দূষণমুক্ত রাখার জন্য সারা বাংলাদেশে বৃক্ষরোপন কর্মসূচী পালনের কর্মসূচী হাতে নিয়েছি।প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আওতাধীন সারা দেশের বিভিন্ন এলাকায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ক্লাব রয়েছে। এসব ক্লাবের মাধ্যমে সারা দেশকে সবুজ করতে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হবে।

এসময় তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ভূয়সী প্রশংসা করে বলেন- বাংলাদেশে ব্র্যাক ইউনিভার্সিটিই একমাত্র ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি অনেক দিন হতেই কার্বন নি:সরণ, পৃথিবীর উত্তাপময় পরিবেশের কুপ্রভাব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে । পাশাপশি সবুজ পৃথিবী সৃষ্টিতে কাজ করে যাচ্ছে । অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও এ ধরনের পরিবেশসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে শিক্ষার্থীদের এই কার্যক্রমে অংশগ্রহনে আগ্রহী করে তুলতে হবে । তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধুর সবুজ সোনার বাংলা গঠন সম্ভব হবে।

প্রখম আলোর সিনিয়র সাংবাদিক এবং খ্যাতনামা কথা সাহিত্যিক আনিসুল হক বলেন – জাতিসংঘে এ বছর পরিবেশ দিবসের মুল খিম হল আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার ।
এ বছর পরিবেশ দিবসে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ভুমি দস্যুদের হাত হতে ভুমি পুনরুদ্ধার , মরুকরণ হতে পৃথিবীকে রক্ষা, খরা হতে পৃথিবীকে রক্ষা।জাতিসংঘের তথ্য সূত্র হতে আরো জানা গেছে প্রতি ৫ মিনিটে একটি ফুটবল মাঠের সমান জমি বিভিন্ন কারনে পৃথিবী হতে বিলুপ্ত হয়ে যাচ্ছে । অথচ পৃথিবীর নতুন জমির পলি তৈরি হতে এক হাজার বছর সময় লাগে ।বর্তমানে পৃথিবী যারা চালাচ্ছে এমন প্রভাবশালী ব্যাক্তিবর্গের অতি মুনাফা লাভের প্রবনতার কারনে পৃথিবীর পরিবেশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

 

 

 

 

Share Now

এই বিভাগের আরও খবর