ধর্মীয় সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান ছাত্রদলের

আপডেট: August 6, 2024 |
inbound3280414161114926249
print news

দেশের ধর্মীয় সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ছাত্রদল।

আজ মঙ্গলবার সকালে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধারণ মানুষের সম্পদ এবং সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউনিটভিত্তিক টিম গঠন করে সার্বক্ষণিক তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন তারা।

নেতারা আরও বলেন, ‘দেশের এই ঐতিহাসিক মুহূর্তে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে কোনোভাবেই ন্যূনতম বিতর্কিত করতে দেওয়া যাবে না।

দেশের সব নাগরিকের জীবন ও সম্পদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদলকে সার্বক্ষণিক কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের সব ছাত্র-জনতাকে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে দেশের সম্পদ এবং সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ’

 

Share Now

এই বিভাগের আরও খবর