বগুড়ার শিবগঞ্জে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া আনন্দ মিছিল শেষে উপজেলার তারেক চত্বরে (বঙ্গবন্ধু স্কয়ার চত্বর) পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় অডিও কলের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত হয়ে কথা বলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম, বিএনপি নেতা তাহেরুল ইসলাম, শফিকুল ইসলাম শাহীন, এম আবু তাহের, মাস্টার হারুনর রশীদ, ফারুক আহমেদ, আব্দুল ওয়ারেস, রুহুল আমিন ফটু, তোফায়েল আহম্মেদ সাবু, আকবর আলী তালুকদার, মোকলেছুর রহমান, ওসমান গণি, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান।
এসময় উপস্থিত ছিলেন মহিলা দল নেত্রী পৌর কাউন্সিলর মিনারা বেগম, ফাহিমা আক্তার, সুলতানা বেগম, পৌর কাউন্সিলর শামসুন্নাহার, পৌর যুবদল নেতা আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আতিকুর রহমান সুজন, স্বেচ্ছাসেবক দল নেতা এবিএম মাসুদ রানা মাছুম, রায়হানুল হক রনি, শাহিদুল ইসলাম সোহেল, জাকিরুল ইসলামস জনি, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন বাপ্পি, মেহেদী হাসান মেহেদী, বারিক মোল্লা, জনি মন্ডল, আইয়ুব কাজী, উপজেলা ছাত্রদল নেতা বিপুল রহমান, পৌর ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম আলামিন, সাকিব হাসান প্রমূখ। আনন্দ মিছিল সমাবেশে পৌরসভাসহ ১২টি বিএনপি’র ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে রংপুরে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।