কেন্দুয়ায় বিএনপি নেতার পথসভায় হাজারো মানুষ 

আপডেট: August 26, 2024 |
inbound1186336175424474375
print news

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় দুইটি ইউনিয়নে কেন্দুয়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল এঁর পথ সভায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে রোয়াইলবাড়ি ইউনিয়ন ও সন্ধ্যায় সান্দিকোনা ইউনিয়নে উক্ত পথ সভায় কয়েক হাজার বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতাকর্মীরা একসাথে হতে পেরে তারা খুবই আনন্দিত।

পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল।

এ সময় জেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজলু খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, উপজেলা যুব দলের সদস্য সচিব অতাউল হক মিন্ট, পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুল হক হারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর