যুবদলের নেতাকে বহিষ্কার

আপডেট: September 3, 2024 |
inbound3530666315825101387
print news

সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব খান মুন্নাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব খান মুন্নাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতৃবৃন্দের কর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর