রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

আপডেট: September 3, 2024 |
inbound3932486830738311125
print news

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার রাতে প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানে ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটি বিধ্বস্তের আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ভারতীয় বিমান বাহিনী জানায়, আকাশে উড্ডয়নরত অবস্থায় বিধ্বস্ত যুদ্ধবিমানটি ‘গুরুতর প্রযুক্তিগত সমস্যায়’ পড়েছিল।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী বলেছে, ‘বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি আইএএফ মিগ-২৯ বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন।

পাইলট নিরাপদ আছেন এবং কোনো প্রাণহানির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় কোর্ট অব ইনকেয়ারির নির্দেশ দেয়া হয়েছে।’

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়।

বারমের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ সুপার নরেন্দ্র মীনা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে যান। দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারছেন না।

Share Now

এই বিভাগের আরও খবর