রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট: September 15, 2024 |
inbound6384608419978000287
print news

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যম আরটি’র ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। টেলিভিশন নেটওয়ার্কটির বিরুদ্ধে বিশ্বজুড়ে গোয়েন্দা কার্যক্রম এবং রাশিয়ান সামরিক বাহিনীর জন্য অস্ত্র সংগ্রহে অংশ নেয়ার অভিযোগ রয়েছে। খবর বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই ঘোষণা দেন।

ব্লিঙ্কেন বলেন, রুশ সংবাদমাধ্যম হিসেবে আরটি গোপনে ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল’ করার চেষ্টা করেছে। আরটি রাশিয়ার সরকারের মদদপুষ্ট। এর সাইবার কার্যক্রম চালানোর সক্ষমতাসহ ইউনিট আছে। সেই সঙ্গে আরটি ও রুশ গোয়েন্দাদের যোগসাজশ আছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যমটি ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোয় ‘তথ্য পরিচালনা, গোপন প্রভাব ও সামরিক সংগ্রহে’ জড়িত ছিল।

ব্লিঙ্কেন অভিযোগ করে বলেন, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের ব্যবহারের জন্য অস্ত্র–সরঞ্জাম (বডি আর্মার, স্নাইপার রাইফেল, ড্রোন ইত্যাদি) কিনতে অনলাইনে তহবিল সংগ্রহ করেছে আরটি।

Share Now

এই বিভাগের আরও খবর