ঢাবিতে ‘গণবিয়ে’ আয়োজনে নেই কর্তৃপক্ষের অনুমতি

আপডেট: September 17, 2024 |
inbound4116370144863177430
print news

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেউ আনুষ্ঠানিকভাবে গণবিয়ে আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতিনীতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই।

যেসব শিক্ষার্থী এই উদ্যোগ নিয়েছে, তা একান্ত তাদের ব্যক্তিগত।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের উদ্যোগে গণবিয়ের আয়োজন করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পাশাপাশি ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের গুজবও।

Share Now

এই বিভাগের আরও খবর