কুবির পরিবহন পুলে যুক্ত হলো আরও দুইটি নীল বাস

আপডেট: November 4, 2024 |
inbound4808778558643782388
print news

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে শিক্ষার্থীদের জন্য আরও দুইটা নীল বাস।

সোমবার (০৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম।

পরিবহন পুল সূত্রে জানা যায়, আগামীকাল সকাল ৮টা ১৫ মিনিটে নতুন বাস দুইটি পরীক্ষামূলক চলাচল করবে। বাস দুইটির একটি টমছম ব্রীজ এবং অপরটি পুলিশ লাইনসৃল্ রুটে চলাচল করবে।

এ বিষয়ে পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ে নতুন একটা ব্যাচ এসেছে।

যাতায়াতের ক্ষেত্রে যাতে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য প্রশাসন দুইটা বাস যুক্ত করেছেন পরিবহন পুলে। এখন থেকে বাস দুইটা স্ব স্ব রুটে নিয়মিত চলাচল করবে।’

পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘উপাচার্য স্যারের নির্দেশে স্টুডেন্টদের কথা চিন্তা করে দুইটা বাস কালকে সকাল থেকে পরীক্ষামূলকভাবে চালানোর সিদ্ধান্ত হয়েছে।

এরপর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী রুট ঠিক করে বাস দুইটি চলাচল করবে। শিক্ষার্থীরা যেন যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় না পড়ে সেটা চিন্তা করেই দুইটা বাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।’

উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীদের জন্য নীল বাস ছয়টি এবং বিআরটিসির লাল বাস আটটি ছিলো।

Share Now

এই বিভাগের আরও খবর