ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

আপডেট: November 10, 2024 |
inbound7680817659261146000
print news

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, মিরপুর কলেজ ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন ও ছাত্রনেতা মো. রাসেল ইসলাম। প্রাথমিক সদস্য পদ থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

পাশাপাশি ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর