শিবগঞ্জের আঃলীগ নেতা মটু গ্রেফতার

আপডেট: November 27, 2024 |
inbound8373953683915450825
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নাগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মটুকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২৭ নভেম্বর (বুধবার) দুপুর সোয়া ১ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে মনিরুজ্জামান মটুকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মনিরুজ্জামান মটু শিবগঞ্জ উপজেলার রায়নগার ইউনিয়নের মহাস্থান মধ্যপাড়া এলাকার মৃত মজিবর রহমান তোতার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

ওসি আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মটুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নামে বিষ্ফোরোক আইনে একাধিক মামলা রয়েছে। বিকালে তাকে আদালতে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর