কু‌ষ্টিয়ায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করে‌ছে পদবঞ্চিত নেতাকর্মীরা

আপডেট: February 4, 2025 |
inbound1821128700461884025
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: বিএনপির ৩১ দফা সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ করে‌ছে দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকা‌লে কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত পদবঞ্চিতরা। নেতারা বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষের হাতে ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দেন।

এসময় বিএনপির পদবঞ্চিতরা ব‌লেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা সবার কাছে পৌঁছে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

এতদিন আপনাদের ভোটের অধিকার হরণ করে রেখেছিল শেখ হাসিনা সরকার। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে সংগ্রাম করে আসছি।

ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশ নায়ক তারেক রহমানের যে বার্তা তা পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে এসেছি।

এসময় উপস্থিত ছিলেন- কু‌ষ্টিয়া সদর উপজেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি ব‌শিরুল ইসলাম চাঁদ, কুষ্টিয়া জেলা বিএন‌পির সা‌বেক যুগ্ম সম্পাদক ম‌হিউদ্দিন চৌধুরী মিলন, কাজল মাজমাদার, মেজবাউর রহমান পিন্টু, সাংগঠ‌নিক সম্পাদক শা‌মিমুল হাসান অপুসহ অন্যান্য নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর