বগুড়ার শিবগঞ্জে শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: May 2, 2025 |
inbound9145376772130355628
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সেই সাথে মৃত্যু শ্রমিকদের পরিবারের মাঝে অনুদান বিতরণ করা হয়।

০২ মে (শুক্রবার) দুপুরে শিবগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে, উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিহত শ্রমিকদের পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়।

শিবগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উক্ত সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।

inbound2775891447037260471

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত।

এ সময় সভায় আরো উপস্হিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মিজান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আইয়ুব কাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারন সম্পাদক মীর মুন, পৌর যুবদলের সভাপতি আবু শাহিন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, শ্রমিক দল নেতা সেকেন্দার আলী, আব্দুল গোফ্ফার, এজাজুল, সাইফুল ইসলাম, মহিলা দল নেত্রী মিনারা বেগম, তাজমেরি তুহিন, সামছুন্নাহার, খাদিজা আক্তার, জাহানারা, শিরিনসহ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর