জয়পুরহাটে জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট: May 6, 2025 |
inbound5105476322230629453
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা,  নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করতে জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের জেলা বিএনপির  কার্যালয়ে এ যৌথ প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর