ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে সরগরম যুক্তরাজ্যের পার্লামেন্ট

আপডেট: May 8, 2025 |
inbound4800581128095229444
print news

যুক্তরাজ্যের পার্লামেন্টে বুধবার ভারত-পাকিস্তানের উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে; যেখানে বিভিন্ন দলের সদস্যরা এই অঞ্চলে উত্তেজনা কমাতে যুক্তরাজ্যকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী হামিশ ফ্যালকনার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে বলেছেন যে “ভারত ও পাকিস্তান উভয়ের প্রতি আমাদের ধারাবাহিক বার্তা হলো সংযম প্রদর্শন করা”।

দ্রুত, কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য তাদের সংলাপে অংশ নেওয়া উচিত বলে ফ্যালকনার জানান।

“সাধারণ মানুষ প্রাণ হারানো সত্যিই হৃদয়বিদারক। যদি উত্তেজনা আরও বেড়ে যায়, তাহলে কেউই জিতবে না।”

ফ্যালকনার আরো বলেন যে, “এবার প্রতিটি পক্ষকে জরুরি ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরে আনা এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেয়ার ব্যাপারে মনোযোগ দিতে হবে।”

তিনি আরও বলেন যে যুক্তরাজ্য “উত্তেজনা কমাতে এবং কূটনীতিতে তার পূর্ণ ভূমিকা পালন করবে”। সূত্র: বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর