মান্দায় বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা


আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বড়বেলালদহ ইসলামিয়া দ্বি-মুখী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাইউম এর রুমে তালা দিয়েছেন ওই মাদ্রাসার সহকারী শিক্ষকসহ এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির লোকজন।
তালা দেওয়ার ব্যাপারে সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির লোকজন সাংবাদিকদের জানান, ২০১৯ সাল থেকে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সাবেক এমপি ইমাজ উদ্দীন প্রামাণিক এর পৃষ্ঠপোষকতায় উপাধক্ষ পদ বাগিয়ে নেন তিনি।
সব শিক্ষকের দ্বিমত থাকলেও দলীয় প্রভাব থাকায় তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি, ২০২৪ সালের ৭ই জানুয়ারীর নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নাহিদ মোর্শেদ বাবুর প্রচারণায় ও সরব ছিলেন বলে জানা যায়, এসব নির্বাচনী প্রচারনায় তিনি নূহ নবীর নৌকা কে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার সাথে তুলনা করে বক্তব্য দেন।
সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।
বিগত সরকারের সুযোগ সুবিধা নিয়ে বর্তমানেও তিনি থেমে নেই, আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নিজের ছেলেকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার পায়তারা করলে এলাকাবাসী ও শিক্ষকদের তোপের মুখে তা বন্ধ হয়ে যায়।
কিছুদিন আগে নির্বাচনের মাধ্যমে মানেজিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়, সেই সদস্য গন ও অভিযোগ করে বলেন, তাদের সাথে কোন আলোচনা না করেই তিনি তার সম্পর্কে শ্যালককে অন্য ইউনিয়ন থেকে নিয়ে এসে কমিটির সভাপতি ঘোষনা দেন, এবং সাবেক ওলামা লীগের নেতা আব্দুল আলীমকেও তিনি কমিটিতে সদস্য পদ দেন,এতেই বিপত্তি ঘটে সবার মাঝে।
এলাকাবাসী, সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা মিলে তাকে বিভিন্ন ভাবে আলোচনার কথা বললেও তিনি কোন আলোচনায় বসতে রাজি হয়নি।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৮মে ২০২৫) সকালে সবাই মিলে তার রুম তালাবদ্ধ করে দেন,এবং তাকে মাদ্রাসায় অবাঞ্ছিত ঘোষণা করেন, যতদিন পর্যন্ত তাকে অপসারন করা না হবে এবং আলোচনার মাধ্যমে কমিটি না হবে ততদিন তার রুম তালাবদ্ধ থাকবে বলে জানান তারা।
এ ব্যাপারে মন্তব্য জানতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাইউমের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে তালা দেওয়ার ব্যাপারে এখনো আমাকে কেউ কিছু বলেনি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।