পিটার হাসের সঙ্গে এনসিপির নেতাদের বৈঠকের গুঞ্জনে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ

আপডেট: August 5, 2025 |
inbound7937519095971507705
print news

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা বৈঠক করছেন এমন খবর পেয়ে কক্সবাজারের একটি হোটেলের সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) ইনানীর হোটেল ইনানীর ‘সী-পার্ল রিসোর্ট এন্ড স্পা’ হোটেলের (হোটেল রয়্যাল টিউলিপ নামে পরিচিত) সামনে শতাধিক নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

বিক্ষোভে জেলা যুবদলের সদস্য রফিকুল হুদা চৌধুরী গণমাধ্যমকে বলেন, এখানে কেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে? আমরা কোনো বিদেশি প্রভুর কাছে বিক্রি হতে দেব না। আমরা সন্দিহান। এখানে তাদের বৈঠক আমাদের বিক্ষুব্ধ করেছে।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করেছি শুধু। এখান থেকে আমরা বলতে চাই, বাংলাদেশের ভাগ্য এদেশের জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে।

উখিয়া উপজেলা বিএনপির সদস্য সেলিম সিরাজী বলেন, এখানে নির্বাচন বানচালের চক্রান্ত হচ্ছে বলে আমরা মনে করি। বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক করে দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এসব হতে দেব না।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন গণমাধ্যমকে জানান, এনসিপির নেতারা হোটেল সি-পার্লে আছেন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে হোটেলটিতে ওঠেন তারা।

সী পার্ল হোটেলের নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান এনসিপির পাঁচ নেতাসহ ছয়জনের উপস্থিতির তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তা়রা হোটেলের পাঁচ তলার তিনটি কক্ষে উঠেছেন। সেখানে কোনো বিদেশির সঙ্গে মিটিং হয়নি। তাদের হোটেলে পিটার হাস নামের কেউ উঠেননি।

Share Now

এই বিভাগের আরও খবর