জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দুয়ায় বিএনপির বিজয় মিছিল

আপডেট: August 6, 2025 |
inbound6541822718989443518
print news

নেত্রকোণা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি” উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ মিছিল আয়োজন করা হয়।

মিছিলটি কেন্দুয়া পৌর শহরের খাদ্য গুদামের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল।

বিজয় মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিছিল চলাকালে পুরো শহর দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

ব্যানারে শোভা পায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এ সময় জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে বিএনপির ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিজয় মিছিলে নেতৃত্ব দেওয়া দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য অধ্যায়।

২০২৪ সালের ৫ আগস্ট দিনটি দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এদিন অবৈধ শাসনের অবসান ঘটে, এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।

দেশের মানুষ আজ মুক্ত নিঃশ্বাস নিচ্ছে। আমরা সেই জনগণের পক্ষেই আন্দোলন করেছিলাম।  যা আজ সফল হয়েছে। এই বিজয়ের আনন্দেই আজকের এ বিজয় মিছিল।

Share Now

এই বিভাগের আরও খবর