৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মৌলভীবাজারে

আপডেট: April 26, 2021 |
তিমির বনিক, মৌলভীবাজার জেলা: আজ মৌলভীবাজার জেলায় ২৬ এপ্রিল কয়েকদিনের প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন । তীব্র গরমে পুড়ছে জনপদ, মাঠ-ঘাট ও শষ্যের ক্ষেত। কোথাও স্বস্তির বাতাস নেই। সর্বত্র গরম আর গরম, কখনও প্রচন্ড গরম, আবার কখনও ভ্যাপসা গরম। শীতের আগমনের আগে শেষ বারের মত গরমের তান্ডব চলছে জনজীবনে। বেলা যত গড়াচ্ছে সূর্যের প্রখরতা ও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সকাল হতেই ভীষণ ক্ষেপে উঠেছে সূর্য। আর দুপুর হতে না হতেই সড়ক বাজার জনশুন্য হচ্ছে। গরমের সাথে বোঝা যাচ্ছে যেন লকডাউন পালন করছে সাধারণ জনগন।একটু প্রশান্তির জন্য গাছতলায় ঠাঁই নিচ্ছে মানুষ। অসহনীয় তাপ, রৌদ্রযন্ত্রনায় মানুষ করোনার কথা একেবারেই ভুলে গিয়ে ঠান্ড পানি পান করে শরীর কে স্বস্থিতে ফেরানোর প্রচেষ্টায় মরিয়া হয়ে উঠেছে।
মৌলভীবাজারে কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, চারিদিকে কেবল গরম আর গরম। যে গরমে কেবলমাত্র জনজীবনের অস্থিরতা আনছে তা নয় বর্তমানে সারা বিশ্বে করোনা মহামারী ধারণ করা করোনা ভাইরাসের মধ্যে ঠান্ডা পানি কিংবা ঠান্ডা পানীয় পান না করার জন্য চিকিৎসকদের পরামর্শ থাকলেও এ গরমে মানুষ একবারে ভুলে গেছে তার কথা। কেননা অতিরিক্ত তাপদাহে মানবদেহে পানি শুন্যতার সৃষ্টি হয়। এ শূন্যতা পূরণ করতে মানুষ ছুটে যাচ্ছে ঠান্ডা পানি পান করতে।
Share Now

এই বিভাগের আরও খবর