রুশপন্থী রাজনীতিককে গ্রেফতারের দাবি ইউক্রেনের

আপডেট: April 13, 2022 |
print news

ইউক্রেনে জ্যেষ্ঠতম রুশপন্থি রাজনীতিবিদ ভিক্টর মেদভেদচুককে বন্দি করা হয়েছে। সগর্বে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাষ্ট্রদ্রোহের অভিযোগ থাকা ভিক্টর মেদভেদচুক পলাতক ছিলেন। খবর বিবিসির।

যুদ্ধের ৪৮তম দিনে জেলেনস্কি দাবি করেন, মেদভেদচুক বিচারের হাত থেকে পালানোর জন্য সামরিক ছদ্মবেশে ছিলেন। এমন কাণ্ডের নিন্দা জানান জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, “মেদভেদচুক যদি সামরিক পোশাক বেছে নেন, তাহলে তিনি যুদ্ধকালীন নিয়মের আওতায় পড়ছেন।”

জেলেনস্কি আরও জানান, তারা রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনীয়দের সঙ্গে মেদভেদচুক বিনিময়ের প্রস্তাব দেবেন।

“মেদভেদচুক রাশিয়ার জন্য উদাহরণ হোক”, যোগ করেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, “সাবেক এক রুশ ‘অলিগার্ক’ও (ধনকুবের) পালাতে পারেননি। আর, অন্যান্য সাধারণ অপরাধীদের কথা না-ই বা বললাম। আমরা সবাইকে ধরব।”

জেলেনস্কি বলেন, “রাশিয়ার সহযোগীদের শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে।”

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর