স্বর্ণের দাম ৯ মাসের মধ্যে সর্বনিম্ন

আপডেট: July 13, 2022 |
print news

ডলারের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। যা ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। মঙ্গলবার এ দরপতনের ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে মার্কিন মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় আছেন বিনিয়োগকারীরা। এটি ফেডারেল রিজার্ভ ব্যাংককে তাদের আগ্রাসী মুদ্রানীতি আরো জোরদার করতে উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়, মঙ্গলবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে যায়। প্রতি আউন্সের মূল্য স্থির হয় ১ হাজার ৭২৮ ডলার ৫৮ সেন্টে। এর আগে, ধাতুটির দাম ১ হাজার ৭২২ ডলার ৩৬ সেন্টে নেমে গিয়েছিল, যা গত বছরের ৩০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। বিশ্লেষকদের ধারণা, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭২১ ডলারে নামতে পারে।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ০.৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭২৭ ডলার ২০ সেন্টে।

সূত্র- ফিনান্সিয়াল এক্সপ্রেস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর