বেরোবিতে তিন প্রশাসনিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তি

আপডেট: January 13, 2025 |
inbound2454912727903393063
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ রুহুল আমিনকে এবং ক্যাফেটেরিয়ার পরিচালক হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। আগামী ০৯ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কাজ আরও সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদিত হবে বলে আশা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর