উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনে প্রেসিডেন্ট আফরোজা, সেক্রেটারি তানিয়া

আপডেট: January 15, 2025 |
inbound9172600499743442127
print news

উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনে প্রেসিডেন্ট আফরোজা, সেক্রেটারি তানিয়া। উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্টকে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিক অভিষেক হলো নারীকেন্দ্রিক নতুন ফাউন্ডেশন ‘উইমেন বাংলাদেশ ফাউন্ডেশন’।

আর এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট নারী ব্যক্তিত্ব আফরোজা হেলেন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রীও তিনি।

সোমবার (১৩ জানুয়ারি) পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর বাবুল হৃদয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও কবুতর উড়িয়ে শুরু হয় অভিষেক অনুষ্ঠান।

এর আগে সদস্য ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের নতুন জেনারেল সেক্রেটারি তানিয়া শারমিন।

অতিথিরা তাদের বক্তব্যে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান। ফাউন্ডেশনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আফরোজা হেলেন বলেন, “নারীরা আজ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। তারা সাহস নিয়ে এগিয়ে যাবে সামনের দিকে।

inbound2152931002246824669

আমরা ছাত্র-জনতার আন্দোলনে সাহস নিয়ে রাজপথে ছিলাম, আন্দোলন করেছি, সফল হয়েছি। আমরা নারীরা সব পারি। আমরা ‘উইমেন বাংলাদেশ’ নারীদের সহযোগিতায় কাজ করব।

ফাউন্ডেশনে সম্পৃক্ত হতে পেরে ভালো লাগছে। চেষ্টা থাকবে সবার সহযোগিতা নিয়ে নারীদের এগিয়ে যেতে।”

এর আগেই স্বাগত বক্তব্য দেন উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের জেনারেল সেত্রেটারি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তানিয়া শারমিন।

তিনি বলেন, “নারীরা এগোবে তার নিজের পরিচয়ে। নারীদের দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। ‘উইমেন বাংলাদেশ’ নারীদের দক্ষতা অর্জনে কাজ করবে।”

দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় ১০০ নারী উপস্থিত ছিলেন। কবিতা আবৃত্তি, নাচ-গান পরিবেশন ও খেলাধুলার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন তারা।

গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী মুন্নি, রিদয়ানা আফরিন সুমী ও নাদিরা মুক্তা।

অনুষ্ঠান উপস্থাপনা করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট রন্ধনবিদ আফলাতুন নাহার।

একনজরে উইমেন বাংলাদেশ ফাউন্ডেশনের ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কমিটি:

আফরোজা হেলেন (প্রেসিডেন্ট), তানিয়া শারমিন (জেনারেল সেক্রেটারি), নাজনিন সুলতানা (সাংগঠনিক সম্পাদক), নাজমা বেগম (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), আফলাতুন নাহার (ভাইস প্রেসিডেন্ট) ও ফারজানা বাতেন (ভাইস প্রেসিডেন্ট)।

এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন কাজল ইসলাম, রিদওয়ানা আফরিন সুমি (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), হালিদা পারভীন (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), নাদিরা মুক্তা (সংস্কৃতি সম্পাদক), ইতি চৌধুরী (দপ্তর সম্পাদক), কল্যাণ সম্পাদক ফেরদৌসী সাবেকুন।

নির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন রোকেয়া বেগম, সুরাইয়া আক্তার রিংকু, আহমেদ শেফালি, ঝুমি শামানাজ, রেখা শিকদার ঝুমা, শিলা ইসলাম, তনি ও জুথি মাহমুদ।

Share Now

এই বিভাগের আরও খবর