দিল্লি বিধানসভায় ২৭ বছর পর জয়ী বিজেপি

আপডেট: February 8, 2025 |
inbound2191664569740496943
print news

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর মধ্য দিয়ে ২৭ বছর পর দিল্লির মসনদে বসলো দলটি।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) দিল্লির বিধানসভার নির্বাচনের প্রাথমিক ফলে বিজেপি এগিয়ে রয়েছে। ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনায় ৫০টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি এই জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।

পোস্টে মোদি লিখেন, ‘‘বিজেপির ঐতিহাসিক বিজয়ে সকল ভাই-বোনদের আমার স্যালুট এবং অভিনন্দন… আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে আপনাদের সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ…।’’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা নিশ্চয়তা দিচ্ছি, দিল্লির সর্বাত্মক উন্নয়ন ও জনগণের জীবনকে আরও উন্নত করার কোনও প্রচেষ্টাই বাদ রাখবো না।

তিনি আরও বলেন, আমি বিজেপির সকল কর্মীকে নিয়ে গর্বিত। তারা রাত-দিন একাকার করে কাজ করায় আমাদের এই বিশাল জয়। আমরা এখন দিল্লির জনগণের জন্য সেবা করার জন্য নিজেদের আরও দৃঢ়ভাবে উৎসর্গ করবো।

দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো দিল্লি বিধানসভায় জয় পেয়েছে দেশটির কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি।

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে হটিয়ে বিজেপির এই ফেরায় দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

ভোট গণনা শেষ না হলেও ইতোমধ্যে বিজেপির জয় নিশ্চিত হওয়ায় বিজেপির সদরদপ্তরে জড়ো হয়ে উল্লাসে মেতে উঠেছেন দলটির নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর