জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট: March 26, 2025 |
inbound8925065101204655780
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যাগে মঙ্গলবার বিকেলে আব্বাস আলী খাঁন মিলনায়তনে বিশিষ্টজনদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহর শাখার আমীর আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওহাব।

শহর নায়বে আমীর মাও: সাইদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন ও এ্যাড. মামুনুর রশীদ, জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুন, জয়পুরহাট জজ কোর্টের জিপি এ্যাড. সালামত আলী, পিপি এ্যাড. শাহনুর রহমান শাহীন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, আর্দশ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জেলা ওলামা মাশায়াকের সভাপতি মাহমুদুল হাসান, জয়পুরহাট জেলা শিবিরের সভাপতি জুয়েল হোসেন, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম প্রমুখ।

মাহফিলে শহরের শিক্ষাবিদ, আইনজীবী, ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা, রাজনৈতিবিদ, বিশিষ্ট ব্যক্তি সহ প্রায় ৬শত বিশিষ্ট নাগরিক অংশ গ্রহন করে।

Share Now

এই বিভাগের আরও খবর