জয়পুরহাট শহর ও সদর থানা বিএনপির যৌথ উদ্যোগে বিজয় র্যালী


জয়পুরহাট প্রতিনিধিঃ জুলাই বর্ষপূর্তি উপলক্ষে
জয়পুরহাট শহর বিএনপি ও সদর থানা বিএনপির যৌথ উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহরের সার্কিট হাউস মাঠ থেকে বিজয় র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ন আহ্বায়ক আব্দুল ওহাব,
সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।