গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়পুরহাটে ছাত্র শিবিরের বিশাল র্যালী


জয়পুরহাট প্রতিনিধিঃ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটে বিশাল র্যালী করেছে ইসলামী ছাত্র শিবির। শহরের শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে থেকে মিছিলটি বের করা হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাচুর মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাড. মামুনুর রশীদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক তারেক ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই সনদ পত্র ঘোষণা, জুলাই হত্যার বিচার করা, সকল শিক্ষার্থীদের নিরাপত্তা, সকল স্তরে ধর্মীয় নৈতিক ও শিক্ষা নিশ্চিত করা, আর কোনো জুলুম সহ্য করা হবে না। বাংলার মাটিতে আমরা জুলুম ও অন্যায়কারীদের বিচার দেখতে চাই।