থানায় অর্ধনগ্ন করে রাখা হল সাংবাদিককে

আপডেট: April 8, 2022 |

ভারতের মধ্যপ্রদেশে বিজেপি বিধায়কের বিরুদ্ধে খবর করার ‘অপরাধে’ থানায় অর্ধনগ্ন করে রাখা হল সাংবাদিক এবং ইউটিউবারদের। মধ্যপ্রদেশের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার সূত্রপাত গেল সপ্তাহের শনিবার। অভিযোগ, এক স্থানীয় সাংবাদিক এবং তার চিত্রগ্রাহক স্থানীয় বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভের ছবি তুলতে যান। সেখান থেকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের মধ্যে এক নাট্যকর্মীও ছিলেন।

অভিযোগ, থানায় এনে পুলিশ তাদের জামা খুলে দাঁড় করিয়ে রাখে। এভাবে প্রায় ১৮ ঘণ্টা তাদের আটক করে রাখা হয়। সেই ছবি সামাজিক মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

ওই সাংবাদিকের অভিযোগ, পুলিশ তাদের মেরেছে, খারাপ ব্যবহার করেছে। কেন তারা বিধায়কের বিরুদ্ধে খবর করতে গিয়েছিল, সে প্রশ্ন করা হয়েছে। সাংবাদিকের দাবি, তার চিত্রহগ্রাহককে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া মামলাও করা হয়েছে।

পুলিশ এবং ওই বিজেপি বিধায়ক এবিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

সূত্র: ডয়েচে ভেলে

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর