আজ শুরু হচ্ছে লাঙ্গলবন্দ স্নানোৎসব

আপডেট: April 8, 2022 |
print news

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে ব্রক্ষ্মপুত্র নদে শুক্রবার থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব।

করোনা ভাইরাসের কারণে দুই বছর বন্ধ থাকায় এবার পূণ্যার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টার। শান্তিপূর্নভাবে স্নানোৎসব সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব, আনসারসহ প্রায় ১ হাজার ৫০০ আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ব্রক্ষ্মপুত্র নদের এ স্নান উৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি পাশ্ববর্তী ভারত, নেপাল ভুটানসহ কয়েকেটি দেশের লোকজনও অংশ নেন।

শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে এই স্নানোৎসবের লগ্ন শুরু হবে। শনিবার রাত ১১টা ১৫ মিনিটে শেষ হবে। এ জন্য প্রস্তুত করা হয়েছে ১৬টি ঘাট।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর