পদত্যাগ করলেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: October 20, 2022 |
ব্রাভারম্যান
print news

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সুয়েলা ব্রাভারম্যান। দায়িত্ব পাওয়ার মাত্র ৪৩ দিন পর সরে দাঁড়ালেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বুধবার (১৯ অক্টোবর) মুখোমুখি এক বৈঠকের পর পদত্যাগ করেন তিনি।

সুয়েলা ব্রাভারম্যান বলেছেন, তিনি তার ব্যক্তিগত ইমেইল থেকে একটি অফিশিয়াল ডকুমেন্ট পাঠিয়েছেন যা মন্ত্রিত্বের নিয়মের লঙ্ঘন।

তবে পদত্যাগপত্রে লিজ ট্রাসের তীব্র সমালোচনা করেছেন তিনি।

এদিকে সুয়েলার স্থলাভিষিক্ত হয়েছেন গ্রান্ট শ্যাপস। আগে তিনি পরিবহনমন্ত্রী ছিলেন। গ্রান্ট কনজারভেটিভ প্রধানের দৌড়ে ঋষি সুনাককে জোরাল সমর্থন করেছিলেন।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর