নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা , দুইজনকে জীবিত উদ্ধার

আপডেট: January 15, 2023 |

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর।

 

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানা গেছে। তারা দুজনই নেপালের নাগরিক।

রোববার সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে যাত্রীবাহী ওই বিমানটি।

ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সঙ্গে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়।

বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের অনুসন্ধান কমিটি করেছে নেপাল সরকার।

বিমানটিতে ৫ জন ভারতীয় ছিলেন। তাদের নাম প্রকাশ করা হয়েছে। ওই ৫ ভারতীয় হলেন- অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল। তবে তাদের মধ্যে কেউ জীবিত রয়েছেন কিনা, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর