মোরেলগঞ্জে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন সিদ্দিকুর রহমান

আপডেট: September 11, 2023 |
inbound6933714951253078588
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত উপজেলার শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান।

তিনি উপজেলার ১০৬ নং ভাষান্দল উমাজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতার মহান পেশায় তিনি ২০১৬ সালে যুক্ত হন।

২০১৯সালে কাবিং স্কিল কোর্স সম্পন্ন করেন। করোনা কালীন সময়ে online এ মোরেলগঞ্জ শিক্ষা অফিস এর তত্বাবধানে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন যা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে প্রচারিত হয়।

এছাড়াও করোনা কালীন Google meet এ পাঠদান কার্যক্রম পরিচালনা নিজেকে সম্পৃক্ত রেখেছেন,বিভিন্ন সময়ে টিকা প্রদান কার্যক্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা, শিক্ষার্থীদের কাছে করোনা কালীন ওয়ার্ক সিট বিতরণ ইত্যাদি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।

করোনা যোদ্ধা হিসেবে উপজেলা প্রশাসনের কাছ থেকে সনদ প্রাপ্ত গ্রহন করেন।

২০২৩ সালে উডব্যাজার হিসেবে পেয়েছেন সনদ। তিনি সকলের দোয়া প্রত্যাশী যেন পরবর্তী জেলা,বিভাগ,এবং সর্বোচ্চ জাতীয় পর্যায় অংশগ্রহন করে তার বিদ্যালয় এবং মোরেলগঞ্জ উপজেলার সুনাম ধরে রাখতে পারেন।

Share Now

এই বিভাগের আরও খবর