জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আপডেট: January 24, 2025 |
inbound7904043048946594922
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের  আয়োজনে   জেলা বিএনপির দলীয়  কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল,   স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুগ্ম আহবায়ক মোমিন খন্দকার ডালিম, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর