উলফাতারা তিন্নি হত্যার বিচার চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি পালন

আপডেট: October 3, 2020 |

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সদ্য খুন হওয়া হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ছাত্রী উলফাতারা তিন্নিকে খুনের সঙ্গে জড়িত সকল আসামির কঠোর শাস্তির দাবি জানিয়েছে । তারা শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিন্নি হত্যার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন । এসময় মুখে কালো কাপড় বেধে তিন্নি হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন ।

মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী, শাখা ছাত্রলীগ,স্থানীয় মুক্তিযোদ্ধা ও তিন্নির স্বজনরাসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে ধর্ষণের খবর। এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজ আমাদের তিন্নির সঙ্গে এমন হবে ভাবতেও কষ্ট হচ্ছে। তিন্নির এ রহস্য জনক মৃত্যু জাতিকে প্রশ্নবিদ্ধ করে। তাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করি।

Share Now

এই বিভাগের আরও খবর