স্বাস্থ্যবিধি না মেনে দোকান খুললে আইনগত ব্যবস্থা: আতিক

আপডেট: April 25, 2021 |

শপিংমল ও দোকানে স্বাস্থ্যবিধি মানা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

একইসঙ্গে শুধু সরকার উল্লেখিত সময়েই অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ে দোকান খোলা রাখতেও সতর্ক করে দিয়েছেন তিনি।

রোববার (২৫ এপ্রিল) রাজধানীর হাতিরঝিল সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার সমস্যা সমাধানে করণীয় এক সভায় এসব কথা বলেন ডিএনসিসির মেয়র।

হাতিরঝিল প্রকল্প সংলগ্ন মহানগর আর্মি ক্যাম্পে এই সভা অনুষ্ঠিত হয়।

সব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, এসব খোলা থাকা দোকানে আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করবে। অভিযানে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেখতে পান দোকনাগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবেন ম্যাজিস্ট্রেটরা। যদি স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখা হয় প্রয়োজনে সে দোকান বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি তাকে জেল জরিমানা করা হবে।

তিনি বলেন, আমরা উদাহরণ ও দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। আমাদের শর্তই হচ্ছে স্বাস্থ্য বিধি মেনে দোকান খুলতে হবে। না হলে আইনি যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা তা করবো।

সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রি জে আমিনুল ইসলাম, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেমায়েত হোসেনসহ হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের বিস্তার রোধে প্রায় দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সরকার। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি ও নিরাপদ শারীরিক দূরত্ব মেনে শপিং সেন্টার ও দোকান খোলার অনুমতি দেওয়া হয়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর